বিনিয়োগকারী হিসেবে (Franklin India Ultra Short Duration Fund) আমরা প্রত্যেকেই নিজেদের বিনিয়োগের উপর আকর্ষণীয় রিটার্ন পেতে চাই। কিন্তু ঠিকঠাক রিটার্ন পেতে গেলে কয়েকটি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় । যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগের উপর রিটার্নের হার স্বল্পমেয়াদের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। আবার যে সমস্ত স্কীমগুলিতে ঝুঁকি বেশি সেখানে সময় সাপেক্ষে রিটার্নও অনেক বেশি মেলে। অন্যদিকে, যে কোন বিনিয়োগে রাতারাতি ভালো মুনাফার আশা করাটাও অনুচিত। তার জন্য ধৈর্যের প্রয়োজন। একটি ভালো স্কীমে অর্থ বিনিয়োগ করার পর বিয়ার মার্কেটে মুনাফার অংক কমে যাওয়ার আশঙ্কায় সেখান থেকে বেরিয়ে না এসে ওই সময়কালটিকে বিনিয়োগের সুযোগ হিসাবে বিবেচনা করে ধৈর্য ধরে অন্তত ৫-৬ বছর সময় ধরে যদি অপেক্ষা করা যায় তাহলে মোটা অংকের রিটার্ন পাওয়া সম্ভব।
আবার বয়সের তারতম্য অনুযায়ী বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হয়। যেমন কমবয়সী বিনিয়োগকারীদের ক্ষেত্রে একটু বেশি ঝুঁকিপূর্ণ ইকুইটি স্কীম বেছে নেওয়া যতটা প্রয়োজন তেমনই বয়স্ক ব্যক্তিদের পুরোপুরি ইক্যুইটি স্কীমে না গিয়ে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ডেট ফান্ডগুলিতে করাটাই শ্রেয়। যদিও বিনিয়োগের ক্ষেত্রে এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। একজন বয়স্ক ব্যক্তি হিসেবে ঝুঁকি নেওয়ার সাহসিকতা থাকলে আপনি ইকুইটি স্কীমগুলিতে যেতেই পারেন। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বয়স বৃদ্ধির সাথে সাথে নিজের পোর্টফোলিওতে বিনিয়োগের পরিমাণ ইকুইটি থেকে ধীরে ধীরে ডেট মিউচুয়াল ফান্ডগুলিতে সিফট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বর্তমানে বাজার চলতি মিউচুয়াল ফান্ড হাউস গুলি বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও বয়সের তারতম্য অনুযায়ী জন্য বিভিন্ন রকম প্রকল্প অফার করে। প্রসিদ্ধ ফান্ড হাউস ফ্র্যাঙ্কলিন টেমপ্লেটন তেমনি বাজারে নিয়ে এলো একটি আকর্ষণীয় ডেট স্কিম– ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড (Franklin India Ultra Short Duration Fund)। স্বল্প মেয়াদী ভিত্তিতে তিন থেকে ছয় মাসের সময়সীমায় বিনিয়োগের ক্ষেত্রে হিসাবে বিনিয়োগকারীদের কাছে এটি একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
সূত্র মোতাবেক, চলতি মাসের ১৯ তারিখ থেকে ফান্ডটিতে NFO হিসাবে সাবস্ক্রিপশন করার কাজ শুরু হবে। তালিকাভুক্তিকরনের কাজ চলবে ২৮শে আগস্ট পর্যন্ত। এরপর NFO তে ‘সাবস্ক্রিপশন’ উইন্ডো বন্ধ করে দেওয়া হবে। যদিও আগস্ট মাসের ৩০ তারিখ থেকে পুনরায় ইনভেস্টারদের কাছে তা খুলে দেওয়া হবে। এরপর থেকে বিনিয়োগকারীরা প্রকল্পটি চালু থাকা অবধি ইউনিট কেনাবেচার কাজ করতে পারবেন। কারণ এটি একটি ‘ওপেন-এন্ডেড’ স্কীম (Franklin India Ultra Short Duration Fund)। বিনিয়োগকৃত অর্থের প্রায় পুরোটাই ডেট তহবিল এবং মানি মার্কেট ইন্সট্রুমেন্ট গুলিতে লাগানো হবে। যেমন নন-কনভার্টেবল ডিবেঞ্চার্স, কেন্দ্র ও রাজ্য সরকার প্রচলিত সরকারি বন্ডস, ব্যাংকের ডিপোজিট সার্টিফিকেট সহ কোম্পানির কমার্শিয়াল পেপার্স, সরকার প্রদত্ত ট্রেজারি বিল, সরকারি সিকিউরিটি ইত্যাদি। ফান্ড হাউসের তরফে অতি স্বল্পকালীন বিনিয়োগের বিকল্প হিসাবে মাত্র তিন থেকে ছয় মাসের জন্য স্কিমটি বাজারে আনা হয়েছে যাতে করে অল্প দিনের মাথায় বিনিয়োগকারীরা মোটামুটি লাভের অংক ঘরে তুলতে পারে।
নয়া এই স্কিমটি (Franklin India Ultra Short Duration Fund) পরিচালনার দায়িত্বে থাকছেন সুদক্ষ ফান ম্যানেজার রাহুল গোস্বামী পাশাপাশি সহকারী ফান্ড ম্যানেজার হিসাবে থাকবেন পল্লব রায়। Nifty Ultra Short Duration Debt Index A-I এই বেঞ্চমার্ক সূচকের বিপরীতে প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। উল্লেখ্য, প্রকল্পটিতে বিনিয়োগের পরপরই আপদকালীন পরিস্থিতিতে মাঝপথে অর্থ তুলে নেওয়ার প্রয়োজন হলে কোনরূপ এক্সিট লোড বলবৎ থাকবে না অর্থাৎ মেয়াদ পূর্তির আগেই স্কীমটি থেকে বেরিয়ে গেলে বিনিয়োগকৃত অর্থের ওপর পেনাল্টি হিসাবে চার্জ কেটে নেওয়ার আশঙ্কা নেই। প্রথমবারের জন্য এককালীন অর্থের বিনিময়ে প্রকল্পটিতে নাম লেখাতে গেলে ন্যূনতম ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে। তবে পরবর্তী পর্যায়ে নিদেনপক্ষে মাত্র ১০০০ টাকা দিয়েই অতিরিক্ত ইউনিট ক্রয় করা যাবে। তবে ‘রিডেম্পশন’ বা উইথড্রল এর ক্ষেত্রে ১০০০ টাকার নিচে অর্থ তোলার উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। অন্যদিকে যদি বিনিয়োগকারী SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বিকল্প বেছে নেন তাহলে মাত্র ৫০০ টাকা দিয়েই স্কিমটি চালু করা যাবে।
এই প্রসঙ্গে ফ্র্যাঙ্কলিন টেমপ্লেটন মিউচুয়াল ফান্ড হাউসের মুখ্য ইনভেস্টমেন্ট আধিকারিক রাহুল গোস্বামীর মন্তব্য ” মিউচুয়াল ফান্ড বাজারে আসার পূর্ববর্তী পর্যায়ে দীর্ঘদিন ধরে ব্যাঙ্কিং প্রোডাক্টগুলিই ভারতবর্ষের বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বিনিয়োগের মাধ্যম ছিল। মিউচুয়াল ফান্ড আসার পর তার অধীনস্থ ডেট প্রকল্পগুলি ব্যাংকের ডিপোজিট স্কিমের অন্যন্য বিকল্পক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। ডেট ফান্ডগুলিতে তুলনামূলকভাবে রিটার্নও পাওয়া যায় বেশী। তাই জরুরী আর্থিক তহবিল হিসাবে নয়া এই ডেট প্রকল্পটি (Franklin India Ultra Short Duration Fund) একজন বিনিয়োগকারী তার পোর্টফোলিওতে সংযুক্ত করতেই পারেন।”
অন্যদিকে, সংশ্লিষ্ট ফান্ড হাউসটির প্রেসিডেন্ট অবিনাশ সাতওয়ালেকার এর সংযোজন- “নতুন নতুন আকর্ষণীয় ফিক্সড ইনকাম প্রোডাক্ট বাজারে নিয়ে আসার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে। বাজার চলতি অন্যান্য ইনকাম প্রকল্পগুলির চাইতে কিভাবে স্বল্প সময়ের নিরিখে বিনিয়োগকারীদের হাতে অতিরিক্ত রিটার্ন তুলে দেওয়া যায় সেই কথা মাথায় রেখে নয়া ইনকাম প্রোডাক্টগুলিকে নিয়ে আমাদের বিশেষজ্ঞের দল সদাই তৎপর। তাই শর্ট টার্ম বিনিয়োগের ক্ষেত্রে হিসাবে রিটেল ইটভেস্টারদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছেও নতুন ডেট প্রকল্পটি( Franklin India Ultra Short Duration Fund) অন্যতম বিনিয়োগ মাধ্যম হতে পারে।”