You are currently viewing Baazar Style Retail IPO : আইপিও বাজারে নাম লেখালো স্টাইল বাজার। আবেদনের জন্য হাতে আর মাত্র ক’দিন…

Baazar Style Retail IPO : আইপিও বাজারে নাম লেখালো স্টাইল বাজার। আবেদনের জন্য হাতে আর মাত্র ক’দিন…

অবশেষে বাজারে আইপিওর (Baazar Style Retail IPO) পসরা নিয়ে হাজির হল স্টাইল বাজার। ব্যবসার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সুত্র মারফৎ মোটা অংকের ধার গ্রহণ করেছিল সংস্থা। ঋণের ভার যতটা সম্ভব হাল্কা করা যায় মূলত সেই উদ্দেশ্যেই আইপিও নিয়ে আসার পরিকল্পনা। আগস্ট মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে আইপিওটিতে সাবস্ক্রিবশন করার কাজ। আগামী ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত ইচ্ছুক ক্রেতারা আইপিওটি তে বিনিয়োগের জন্য দরখাস্ত করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে ,আইপিও বিক্রির মাধ্যমে প্রায় ৮৩৪ কোটি টাকা বাজার থেকে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। এরমধ্যে ১৪৮ কোটি টাকা ফ্রেশ ইস্যুর মাধ্যমে এবং বাকি অর্থ অফার ফর সেল এর মাধ্যমে সংগ্রহ করা হবে।

বন্টনকৃত মোট শেয়ারের অর্ধেক শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার বা QIB ক্যাটেগরি ভুক্ত বিনিয়োগকারীদের জন্য। ৩৫% কোটা সংরক্ষিত আছে রিটেল ইনভেস্টারদের জন্য এবং অবশিষ্ট ১৫ শতাংশ শেয়ার উচ্চবিত্ত বর্গের ব্যক্তিদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। IPO টি ক্রয়ের ক্ষেত্রে (Baazar Style Retail IPO) প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ৩৭০ টাকা থেকে ৩৮৯ টাকার মধ্যে। তবে, এক্ষেত্রে একাধিক শেয়ার লটের আকারে ক্রয় করতে হবে। রিটেল ইনভেস্টাররা ন্যূনতম ১ টি ও সর্বাধিক ১৩ টি লটের জন্য আবেদন করতে পারবে। প্রতি লট পিছু ৩৮ টি করে শেয়ার রাখা হয়েছে। কাজেই প্রাইস ব্যান্ডের সর্বোচ্চ দামের উপর হিসাব করলে ৩৮ টি শেয়ারের জন্য কমপক্ষে ১৪,৭৮২ টাকা জমা করতে হবে খুচরো বিনিয়োগকারীদের। সর্বোচ্চ ১,৯২,১৬৬ টাকার শেয়ার ক্রয় করতে পারবে তারা। বিভিন্ন ক্যাটেগরিতে নির্ধারিত শেয়ার সংখ্যার চাইতে বিনিয়োগকারীর সংখ্যা বেশি হলে কম্পিউটার লটারি মারফৎ যোগ্য ইনভেস্টারদের বেছে নেওয়া হবে। বাকিদের IPO তে (Baazar Style Retail IPO) আবেদন মূল্য বাবদ অর্থ নিজের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। রিফান্ডের পাশাপাশি প্রাপ্ত শেয়ারগুলি ৫ই সেপ্টেম্বর তারিখে বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তার পরদিনেই আইপিওটি সেকেন্ডারি মার্কেটে কেনাবেচার জন্য খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, স্টাইল বাজার (Baazar Style Retail IPO) সংস্থাটি মূলত ফ্যাশন সেক্টরে কাজ করে। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী ওড়িশা রাজ্যেও এদের রিটেল আউটলেট গুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত ১৪০টি শহরে প্রায় ১৫৩ টি রিটেল স্টোর মারফত বিভিন্ন ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করে সংস্থা। আধুনিক মধ্যবিত্ত শ্রেণীর ফ্যাশন সচেতন কিন্তু নিম্ন বাজেট ক্যাটেগরিভুক্ত উঠতি ইয়ং জেনারেশনরাই সংস্থার মূল টার্গেট অডিয়েন্স। যদিও এর সাথে শিশু ও বিভিন্ন বয়সী ব্যক্তিদের জামাকাপড়সহ অন্যান্য ফ্যাশন প্রোডাক্ট সেল করে থাকে কোম্পানি। প্রতিটি আউটলেটই ‘স্টাইল বাজার’ ব্র্যান্ড নামের অধীনে চলে। তাই বলা যায়, বর্তমানে অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য পাওয়ার একমাত্র ঠিকানা স্টাইল বাজার।

ব্যবসায়িক পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী, ২০২৪ অর্থবর্ষে প্রায় ২২ কোটি টাকার মুনাফা ঘরে তুলেছিল সংস্থা (Baazar Style Retail IPO)। ওই বছর মোট ব্যবসার অংক ছিল ৯৮৩ কোটি টাকার মতো। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ৭৯৪ কোটি টাকা আয় করে ৫ কোটি টাকার মতো প্রোফিট মার্জিন রেখেছিল তারা। যদিও তার আগের বছর ২০২২ সালে প্রায় ৮ কোটি টাকা লোকসানের কবলে পড়তে হয়েছিল সংস্থাকে। কাজেই ক্ষতির ধাক্কা সামলে কোম্পানি এবার ঘুরে দাঁড়াচ্ছে বলা চলে। স্টাইল বাজারের সমকক্ষ বাজারে অন্যান্য প্রতিযোগী সংস্থাগুলির মধ্যে রয়েছে যেমন V-Mart ,V2 রিটেল ইত্যাদি অ্যাপারেল ব্র্যান্ডগুলি।

উল্লেখ্য, আইপিওটিতে (Baazar Style Retail IPO) নাম নথিভুক্তির জন্য রেজিস্ট্রার হিসাবে নিযুক্ত করা হয়েছে, লিংক ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাটিকে। এর পাশাপাশি পুরো কর্মকাণ্ড পরিচালনায় লিড ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংকার হিসাবে তিনটি আর্থিক প্রতিষ্ঠান একযোগে মাঠে নেমেছে। এগুলি হল Axis Capital Limited, Intensive Fiscal Services Private Limited এবং JM Financial Limited. বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আইপিওটি ক্রয়ের ব্যাপারে বিভিন্ন বাজার বিশেষজ্ঞদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। আইপিও সাবস্ক্রিপশন থেকে পুরোপুরি বিরত থাকা নতুবা ন্যূনতম অংকের বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন অধিকাংশই। কাজেই সংশ্লিষ্ট আইপিওটিতে বিনিয়োগের পূর্বে ইনভেস্টারদের ভালোমতো রিসার্চ করে তবেই পা বাড়ানো উচিত। যদিও পার্সোনাল ব্যাঙ্কিং মাধ্যমে আইপিওটিতে আবেদন করার রাস্তা খোলা রয়েছে, তবে ডিম্যাট একাউন্টের মাধ্যমে আবেদন করার কাজ যেমন সহজ, তেমনিই রিফান্ড অথবা শেয়ার পেতেও সমস্যা হয় না। সম্পূর্ণ বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হলে এই লিংকে ক্লিক করে ওপেন করতে পারেন‌।

Leave a Reply