You are currently viewing CDSL Share : বোনাস ঘোষণার সাথে সাথেই রকেটের বেগে দৌড়ালো CDSL. এই চড়া দামে কি কেনা যাবে? জানুন বিশদে…

CDSL Share : বোনাস ঘোষণার সাথে সাথেই রকেটের বেগে দৌড়ালো CDSL. এই চড়া দামে কি কেনা যাবে? জানুন বিশদে…

শেয়ার মার্কেটে (CDSL Share) শেয়ারের দামে বৃদ্ধি অথবা হ্রাস অনেকগুলি ফ্যাক্টর এর ওপর নির্ভর করে। দেশের প্রগতিশীল অর্থনীতির পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানির ভালো ব্যবসা, উত্তরোত্তর আয় বৃদ্ধি, নেট লাভের অংকে ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি সহ সময়ে সময়ে কর্পোরেট সংস্থা কর্তৃক ডিভিডেন্ট ঘোষণা, বোনাস শেয়ার ঘোষণা ইত্যাদি খবর গুলি বাজারে খুশির খবর নিয়ে আসে। প্রচারের আলোয় আসার সাথে সাথে ক্রেতা মহলে শেয়ারটি ক্রয় করার ধূম লেগে যায়। চাহিদা বাড়তে থাকায় অর্থনীতির নিয়ম অনুযায়ী পাল্লা দিয়ে বাড়তে থাকে সেই শেয়ারটির দাম। CDSL বা Central Depository services Limited শেয়ারটির ক্ষেত্রেও সেই নিয়মের অন্যথা হলো না। কোম্পানির ম্যানেজমেন্ট বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে বিগত কিছুদিন আগেই। আগামীকাল অর্থাৎ ২৪ শে আগস্ট এক্স ডেট ধার্য করা হয়েছে। অর্থাৎ উল্লিখিত তারিখের মধ্যে যে সমস্ত শেয়ারহোল্ডার এর মালিকানা ভোগ করবে তারাই হবে বোনাস পাওয়ার অধিকারী। এক্স-ডেটের পরে শেয়ারটি ক্রয় করলেও বোনাস পাওয়া থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, সিডিএসএল মূলত ভারতের ডিপোজিটারি সংস্থা হিসেবে কাজ করে। ডিম্যাট একাউন্ট খোলা, অ্যাকাউন্ট দেখাশোনা এবং ডেলিভারির ক্ষেত্রে হোল্ডিং শেয়ারগুলিকে ইলেকট্রনিক মাধ্যমে শর্ট-টার্ম অথবা লং-টার্মে ডিম্যাট অ্যাকাউন্ট মারফত নিজেদের হেফাজতে নিয়ে থাকে কোম্পানি। এর জন্য সংস্থাকে নির্দিষ্ট চার্জ প্রদান করতে হয়। এটিই মূলত সংস্থার প্রাইমারি ইনকাম সোর্স। বাজার খোলা থাকা অবধি আজকে শেয়ারটির দামে বিশেষ Bullish ভাব পরিলক্ষিত হয়েছে। বায়ার্স বা ক্রেতাদের ক্রয় করার হিড়িকে দিনের শেষে দাম বৃদ্ধি হল প্রায় ৮% ; বাজার বন্ধের সময় সর্বোচ্চ দাম গিয়ে দাঁড়ালো ১৫৫৮.৮৫ টাকায়। সূত্র অনুযায়ী, এই দিন সংস্থাটির প্রায় ৪৮ লক্ষ শেয়ার হাত বদল হয়েছে, যার ট্রেডিং ভ্যালু মূল্যায়ন করলে দাঁড়ায় ৭৩২.৬৮ কোটি টাকা।

এদিকে, ১ : ১ অনুপাতে বোনাস শেয়ার প্রদান করার কথা ঘোষণা করেছে সংশ্লিষ্ট সংস্থা । ১০ টাকা ফেস ভ্যালু মূল্যের যতগুলি শেয়ার একজন শেয়ারহোল্ডারের নিকট থাকবে ঠিক ততগুলি শেয়ার বোনাস রেট অনুযায়ী বন্টন করা হবে। অর্থাৎ আপনার কাছে ১০০ টি শেয়ার থাকলে বোনাস দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার শেয়ার সংখ্যা দিয়ে দাঁড়াবে ২০০ টি। শরিকদের ডিম্যাট অ্যাকাউন্টে অর্জিত বোনাস শেয়ার ইলেকট্রনিক আকারে নির্দিষ্ট সময় অন্তর পাঠিয়ে দেওয়া হবে।প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কোম্পানির নেট মুনাফার(PAT) অংক ছিল ৮২.৪ শতাংশ, যেখানে গত অর্থবছরে ঐ একই সময়ে সংস্থা ১৩৪ কোটি টাকার লাভের মুখ দেখেছিল।

Leave a Reply