You are currently viewing Gillette India Q1 Results: অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে ছক্কা হাঁকালো Gillette India ; খুশির আমেজে  শেয়ার পিছু ৪৫ টাকা ডিভিডেন্ট ঘোষণা করলো সংস্থা…

Gillette India Q1 Results: অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে ছক্কা হাঁকালো Gillette India ; খুশির আমেজে শেয়ার পিছু ৪৫ টাকা ডিভিডেন্ট ঘোষণা করলো সংস্থা…

Gillette India Q1 Results : শেভিং প্রোডাক্টস প্রস্তুতকারক সংস্থা জিলেট ইন্ডিয়া সম্প্রতি প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল। কোম্পানির দাখিল করা ব্যালেন্স শীট অনুযায়ী গত জুন মাসের শেষ হওয়া আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে ট্যাক্স বাদে লভ্যাংশ ২৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৫.৯৭ কোটি টাকা। যেখানে গত বছর একই সময়কালে ৯১.৭৫ কোটি টাকা মুনাফা অর্জন করেছিল সংস্থাটি। এছাড়া পরিসংখ্যান অনুযায়ী গত বছরের উল্লিখিত ত্রৈমাসিকের সাপেক্ষে কোম্পানির আয় ৪.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত আর্থিক বছরে সংস্থার উপার্জনের পরিমাণ ছিল যেখানে ৬১৯.৪৪ কোটি টাকা, সেখানে চলতি বছরে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যবসার অংক গিয়ে পৌঁছেছে ৬৪৫.৩৩ কোটি টাকায়। ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা, প্রোডাক্ট গুলির সহজলভ্যতা এবং ক্রেতা সন্তুষ্টির উপর ভর করেই আয়ের এই শ্রীবৃদ্ধি বলে সংস্থা মারফত জানানো হয়েছে। সংস্থার কর্মকর্তাদের সুদক্ষ ব্যবসায়িক পরিকল্পনায় খরচের অংকে অনেকটাই লাগাম দেওয়া সম্ভব হয়েছে।

জুন ত্রৈমাসিকে (Gillette India Q1 Results) খরচখরচা ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯৪.৬৮ কোটি টাকায়। তবে অন্যান্য বিভাগের চাইতে সবচেয়ে ভালো ব্যবসা পরিলক্ষিত হয়েছে গ্রুমিং সেগমেন্টে। এই ক্যাটেগরিতে আয়ের অংক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫১৯.৬৮ কোটি টাকায় । যদিও ওরাল কেয়ার প্রোডাক্টগুলির সেল ভাল রকমই ধাক্কা খেয়েছে। বিক্রি বাটার হার ৬.২৮ শতাংশ কমে গিয়ে দাঁড়িয়েছে ১২৫.৬৫ কোটি টাকায়। অন্যান্য সাবসিডিয়ারি সংস্থাগুলির অর্জিত আয়ের পরিমাণ একত্রে হিসেব করলে মোট রেভিনিউ গিয়ে দাঁড়ায় ৬৪৯.৯১ কোটি টাকায়। যা গত ত্রৈমাসিকের তুলনায় ৪.১১ শতাংশ বেশি। আবার জুন মাসে শেষ হওয়া অর্থবর্ষে কর বাদে মুনাফার অংক প্রায় ৪১১.৭০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৫.৭৫ শতাংশ বেশি। সমগ্র বছরজুড়ে মোট আয়ের পরিমাণ হিসাব করলে দাঁড়ায় ২৬৩৩ কোটি টাকা। যা আগের বছরের চাইতে ৬.৩ শতাংশ বেশি। এদিকে মোটা অংকের মুনাফা ঘরে তোলার সাথে সাথেই শেয়ার পিছু ৪৫ টাকা করে ডিভিডেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। তবে কোম্পানির আসন্ন বার্ষিক সভায় (AGM)উপস্থিত শেয়ারহোল্ডারদের তরফে সবুজ সংকেত পাওয়া গেলে তবেই ডিভিডেন্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময় Gillette India-এর শেয়ারের দাম ছিল ৮৯২০ টাকা, যা আগের দিনের ক্লোজিং প্রাইস-এর থেকে ০.৩৯ শতাংশ বেশি।

Leave a Reply