বিভিন্ন সূত্র মারফত বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে মহাধুমধামের সাথে বাজারে আইপিও ছাড়ল বিল্ডিং পরিষেবা প্রদানকারী সংস্থা Interarch Building Products. আর বাজারে আবির্ভাবের সাথে সাথেই ক্রেতা মহলেও পড়েছে বিপুল সাড়া। মোটা অংকের লাভের আশায় IPO ( Interarch Building Products IPO) ক্রয় করার ক্ষেত্রে দিনের দিন আবেদনকারীর সংখ্যা বাড়ছে লাফিয়ে। তবে জানিয়ে রাখা ভালো ,আবেদনকারীদের মধ্যে থেকে যে ক’জনের ভাগ্যে শিকে ছিঁড়বে তারাই হবে আরপিও মালিকানার শরিক। আইপিওটি সাবস্ক্রিপশন করার জন্য ইতিমধ্যেই তা ক্রেতা মহলের সামনে খুলে দেওয়া হয়েছে। গত ১৯ শে আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ করার কাজ। আগামী ২১শে আগস্ট পর্যন্ত সাবস্ক্রিপশন উইন্ডো খুলে রাখা হবে। তারপর আর আবেদন গ্রহণ করা হবে না। যদিও কয়েকদিন পর থেকে আগ্রহী উপভোক্তারা সেকেন্ডারি মার্কেটে সংস্থার ইক্যুইটি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন।
সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে সংস্থা মারফত ৪৪.৪৭ লক্ষ শেয়ার বাজারে ছাড়া হয়েছে। প্রথম পর্যায়ে, আইপিও বিক্রির মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকা ঘরে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে শেয়ার কিছু ৮৫০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে। তবে আইপিওটিতে সাবস্ক্রিপশন( Interarch Building Products IPO) নিতে হলে একাধিক শেয়ার একসাথে লটের আকারে ক্রয় করতে হবে। এক্ষেত্রে লটপিছু ১৬ টি শেয়ারের সংস্থান রাখা হয়েছে। কাজেই আই পি ও টিতে নাম লেখাতে হলে প্রায় ১৫ হাজার টাকার মতো পকেট মানি খসাতে হবে। সংস্থা সূত্রে খবর, আইপিও (Interarch Building Products IPO) দ্বারা সংগৃহীত মূলধনের অধিকাংশই ব্যয় করা হবে নতুন প্রজেক্ট তৈরীর কাজে। পাশাপাশি সংস্থার চালু ইউনিটগুলিকে আধুনিক পর্যায়ে ঢেলে সাজানো হবে। অর্জিত মূলধনের একাংশ খরচা করা হবে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি খাতে। এছাড়া, সংস্থার দৈনন্দিন কর্মকার্য পরিচালনা ও ব্যবসা সম্প্রসারণের দরুন বর্ধিত ব্যয়-এর কথা মাথায় রেখে অবশিষ্ট অংশ গচ্ছিত রাখা হবে ইমার্জেন্সি ফান্ড হিসাবে।
প্রসঙ্গত, আইপিওর অধীনস্থ সংস্থা Interarch Building এর ব্যাপারে বলতে গেলে সংস্থাটি মূলত প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং ব্লক তৈরীর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত বিল্ডিং প্রোডাক্টস বাজারে বিক্রি করে। স্বল্প সময়ে চটজলদি দেখনদারী সৌখিন বাড়ি তৈরীর ব্যাপারে কোম্পানিটির জুড়ি মেলা ভার। ১৯৮৩ সালে জন্ম লগ্নের সময় থেকেই সংশ্লিষ্ট ক্ষেত্রে সুনামের সাথে কাজ করে নিজেদের ব্যবসার পরিব্যক্তি ঘটিয়েছে সংস্থা। মূলত পশ্চিমবঙ্গ ও কেরলের মাটি থেকে যাত্রা শুরু হলেও উপভোক্তাদের চাহিদার উপর ভর করে আজ প্রায় সমগ্র ভারতব্যাপী সংস্থাটি ইঞ্জিনিয়ারিং পরিষেবা প্রদান করে থাকে।
ব্যবসার অঙ্কে চলতি অর্থবর্ষে এর মোট আয়ের পরিমাণ ছিল ১২৯৩ কোটি টাকা। যা পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবর্ষের তুলনায় প্রায় ৭০ কোটি টাকা বেশি। আগের বছর সংস্থা রেভিনিউ বাবদ ১,১২৩ কোটি টাকার ব্যালেন্স শিট দাখিল করেছিল। অন্যদিকে, প্রদত্ত তথ্য অনুযায়ী গতবছরের তুলনায় চলতি বছরে কোম্পানির মুনাফার অংকও ছাপিয়ে গেছে। খরচখরচা বাদে নিট লাভের অংক যেখানে ২০২৩ অর্থবর্ষে ছিল ৮১.৪৬ কোটি টাকা সেখানে ২০২৪ অর্থবছরে লাভের অঙ্ক দাঁড়িয়েছে ৮৬.২৬ কোটি টাকা। প্রসঙ্গত আইপিও (Interarch Building Products IPO) আনা থেকে শুরু করে খোলা বাজার থেকে টাকা তোলা পুরো কাজের দায়িত্ব পালন করছে Ambit এবং Axis Capital. পাশাপাশি রেজিস্ট্রারের ভূমিকায় আছে Link In time India.
সংস্থাটির ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা ও পূর্ববর্তী বছরগুলিতে আয়-ব্যয়ের হিসাবনিকাশ সহ অন্যান্য খুঁটিনাটি বিষয় খোলনলচে বিচার বিশ্লেষণ করার পর বাজার বিশেষজ্ঞদের তরফে আইপিওটিতে সাবস্ক্রিপশন করার ব্যাপারে ইতিবাচক আভাস দেওয়া হয়েছে । কাজেই দেরি না করে আজই আইপিটিতে সাবস্ক্রাইব করার ব্যাপারে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন ।