You are currently viewing Orient Technologies IPO : আইপিও আসার সাথে সাথেই ক্রেতামহলে বিপুল কেনার হিড়িক। লিস্টিং শেষে ব্যাপক দাম চড়ার সম্ভাবনা।

Orient Technologies IPO : আইপিও আসার সাথে সাথেই ক্রেতামহলে বিপুল কেনার হিড়িক। লিস্টিং শেষে ব্যাপক দাম চড়ার সম্ভাবনা।

Orient Technologies IPO: ব্যবসা সম্প্রসারণসহ অভ্যন্তরীণ কর্পোরেট কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করার উদ্দেশ্যে অধিকাংশ প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে ইক্যুইটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের থেকে তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে থাকে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অথবা বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার পূর্ববর্তী সময়ে সংস্থার এই ইক্যুইটি শেয়ারকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা IPO. সাধারণত বুলিশ মার্কেটে সেনসেক্স এর গ্রাফ যখন ঊর্ধ্বমুখী থাকে সেই সময়কালেই কোম্পানিগুলি বাজারে আইপিও আনার কথা বিবেচনা করে। কারণ শেয়ার বাজারের এই দশায় বায়ার্স বা ক্রেতাদের সংখ্যা প্রকট থাকে। ফলস্বরূপ আইপিও সেল করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে বিশেষ বেগ পেতে হয় না। সেই সাথে কোম্পানির তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হয়।

ভারতের শেয়ার সূচক সেনসেক্স যখন সত্তরের কোঠা পার করে ৮০ হাজারের ঘরে নিঃশ্বাস ফেলছে, সেই আবহেই Orient Technologies আচমকা দেশীয় বাজারে আইপিও নিয়ে হাজির হলো। যদিও বিগত কয়েক মাস যাবৎ কোম্পানির কর্তাব্যক্তিদের DRHP, RHP ইত্যাদি নথিপত্র সহযোগে সেবির (SEBI) অন্দরমহলে আনাগোনা শুরু হতেই সংস্থার আইপিও (Orient Technologies IPO) আসার ব্যাপারে জল্পনা শুরু হয়েছিল। এবার জল্পনার অবসান ঘটিয়ে আইপিও-প্রেমীদের মুখে হাসি ফোটালো সংস্থা। IPO তে তালিকাভুক্তিকরনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। গত ২১ শে আগস্ট থেকে আগ্রহী উপভোক্তারা আবেদন জমা দেওয়ার কাজ শুরু করেছেন। সাবস্ক্রিপশন করার কাজ চলবে আগামী ২৩ শে আগস্ট পর্যন্ত। এরপর সাবস্ক্রিপশন উইন্ডো বন্ধ করে দেওয়া হবে। যদিও চলতি মাসের শেষের দিকে আইপিও লিস্টিং হওয়ার পর সেকেন্ডারি মার্কেটে ক্রেতারা শেয়ারটি কেনাবেচার কাজ করতে পারবে।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে কোম্পানি মারফত ১.০৪ কোটি ইকুইটি শেয়ার (Orient Technologies IPO) বাজারে ছাড়া হবে। এর মধ্যে প্রায় ৫৮ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু হিসাবে আনা হবে। বাকি প্রায় ৪৬ লক্ষের মতো ইকুইটি শেয়ার অফার ফর সেল(OFS) হিসাবে ক্রেতা মহলে বিক্রি করা হবে। উল্লিখিত সংখ্যক শেয়ার বিক্রি করে প্রাথমিক পর্যায়ে প্রায় ২১৪ কোটি টাকা ঘরে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ১৯৫ থেকে ২০৬ টাকার মধ্যে। ইকুইটি শেয়ার পিছু ফেস ভ্যালু ধার্য করা হয়েছে ১০ টাকা। সরবরাহকৃত মোট ইক্যুইটির ৩৫ শতাংশ রিটেল ইনভেস্টারদের জন্য সংরক্ষণ করে রাখা হবে। এছাড়া ১৫ শতাংশ শেয়ার নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা NII ক্যাটেগরিভুক্তদের জন্য ও বাকি ৫০ শতাংশ শেয়ার কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার বা QID বিভাগের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এখানে জানিয়ে রাখা ভালো, সংশ্লিষ্ট আইপিওতে (Orient Technologies IPO) সাবস্ক্রাইব করতে হলে একাধিক শেয়ার একত্রে লটের আকারে আবেদন করতে হবে। সূত্র অনুযায়ী, এক্ষেত্রে ন্যূনতম লট সাইজ ধার্য করা হয়েছে ৭২ , সেহেতু উক্ত প্রাইসব্যান্ডে লট পিছু আবেদন মূল্য গিয়ে দাঁড়ায় ১৪,৮৩২ টাকা। একজন খুচরো বিনিয়োগকারী সর্বাধিক ১৩টি লট ক্রয় করার জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আবেদনকারীকে আবেদন মূল্য বাবদ ১,৯২,৮১৬ টাকা মূল্যের অর্থরাশি প্রস্তুত রাখতে হবে। সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে সম্পূর্ণরূপে আবেদন গ্রহণপর্ব সমাপ্ত হওয়ার পর কম্পিউটার লটারি মারফৎ ভাগ্যবান ক্রেতাদের বাছাই করা হবে এবং আগামী ২৭শে আগস্ট তারিখের মধ্যে নির্বাচিত সংশ্লিষ্ট আবেদনকারীদের ডিম্যাট একাউন্টে প্রাপ্য ইকুইটি শেয়ারগুলি বন্টন করা হবে। বাতিল আবেদন গুলির অর্থ ওই তারিখের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে রিফান্ড করা হবে।

প্রসঙ্গত, আইপিও প্রদানকারী সংস্থা ওরিয়েন্ট টেকনোলজিস (Orient Technologies IPO) তথ্য প্রযুক্তি দুনিয়ায় বিগত দু’দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। কোম্পানির হেডকোয়ার্টার মুম্বাই। নব্বই এর শেষের দিকে ১৯৯৭ সালে সংস্থার গোড়াপত্তন হয়। নিজস্ব প্রোডাক্ট বিক্রির পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে নানাবিধ পরিষেবা প্রদান করে থাকে কোম্পানি। যেমন আইটি ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ডেটা ম্যানেজমেন্ট সার্ভিস ইত্যাদি। সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজেদের ব্যবসার আরও সম্প্রসারণ ও পরিষেবার মানউন্নয়ন ঘটাতে নামজাদা আইটি কোম্পানি যেমন Delta, Fortinet, Nutanix ইত্যাদি সংস্থার সাথে হাতে হাত মিলিয়ে ক্লায়েন্টদের প্রয়োজনীয় পরিষেবা দিকে থাকে ওরিয়েন্ট টেকনোলজিস। ব্যাঙ্কিং ক্ষেত্র ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইনসিওরেন্স, হেলথকেয়ার সহ ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রগুলিতে অত্যাধুনিক হাইটেক তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদান করে এরা নিজেদের পেশাদারিত্বের ছাপ বজায় রেখেছে এবং কাজের পরিধি উত্তোরোত্তর বাড়িয়েই চলেছে।

প্রেস বিজ্ঞপ্তি মারফত কোম্পানি জানিয়েছে আইপিও (Orient Technologies IPO) বিক্রি বাবদ সংগৃহীত তহবিল বিভিন্ন খাতে বরাদ্দ করা হবে। প্রথমত ,ফান্ডের একাংশ খোদ মুম্বাইতে অবস্থিত একটি ঝাঁ চকচকে অফিস প্রাঙ্গণ অধিগ্রহণ করার কাজে ব্যায় করা হবে। এছাড়া বাকি অর্থরাশির একাংশ দিয়ে একটি নেটওয়ার্ক অপারেটিং সেন্টার ও একটি সিকিউরিটি অপারেশন সেন্টার গড়ে তোলা হবে এবং সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট, নেটওয়ার্কিং ডিভাইস ইত্যাদি পারচেজ করার খাতে ব্যয় করা হবে। বেঁচে যাওয়া তহবিলের অবশিষ্ট অর্থ সাধারণ কর্পোরেট কাজকর্মের জন্য তুলে রাখা হবে।উল্লেখ্য, কোম্পানির আর্থিক হালচালের কথা বললে বিগত তিন বছর ধরে সংস্থা ক্রমবর্ধমান হারে লাভের মুখ দেখছে। ২০২২ সালে সমস্ত খরচ খরচা বাজিয়ে কোম্পানি ৩৩.৪৯ কোটি টাকা মুনাফা (PAT) ঘরে তুলেছিল । ২০২৩ ও ২০২৪ অর্থবর্ষে এই লাভের পরিমাণ যথাক্রমে ৩৮.৩০ কোটি টাকা ও ৪১.৪৪ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। গত অর্থবর্ষে রেভিনিউ বাবদ সংস্থা ৫৪২.০১ কোটি টাকা আয়ের মুখ দেখেছিল যেখানে চলতি অর্থবছরে মোট আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬০৬.৮৬ কোটি টাকায়।

সংস্থার আইপিও (Orient Technologies IPO) সংক্রান্ত কাজকর্ম দেখভালের জন্য মার্চেন্ট ব্যাংকার হিসেবে নিযুক্ত করা হয়েছে ইলারা ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড সংস্থাকে। অন্যদিকে আইপিও রেজিস্ট্রারের দায়িত্ব পালন করতে মাঠে নেমেছে লিংক ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সংশ্লিষ্ট সংস্থার আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করা যাবে।

পরিশেষে, দেখে নিন কিভাবে আইপিও ক্রয় করার জন্য আবেদন করতে হবে-

প্রথমত আবেদনকারীকে পার্সোনাল অনলাইন ব্যাঙ্কিং মারফত নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ইনভেস্ট সেকশনে ASBA বিকল্প দ্বারা সংশ্লিষ্ট সংস্থার আইপিও পারচেজ করার জন্য আবেদন করা যাবে ।

দ্বিতীয়তঃ, NSE অথবা BSE সংশ্লিষ্ট এক্সচেঞ্জগুলির ওয়েবসাইট থেকে আইপিওর জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করে অফলাইন মাধ্যমেও আবেদন করা যাবে।

সর্বোপরি যেকোন আইপিও সাবস্ক্রাইব করার ক্ষেত্রে কোন সার্টিফাইড ব্রকিং সংস্থা মারফত একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রাখা শ্রেয়। সেক্ষেত্রে আবেদন পর্ব থেকে আবেদনকারীর ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার বন্টন অথবা আবেদন অগ্রাহ্য হলে দ্রুত রিফান্ডের টাকা ফেরত পাওয়া ইত্যাদি কাজগুলি চটজলদি সম্পন্ন হয়।

Leave a Reply