You are currently viewing Reliance Bonus Share: ১টা শেয়ার থাকলে আর ১টা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কর্ণধার মুকেশ আম্বানির বোনাস ঘোষণার সাথে সাথেই হৈচৈ পড়লো বাজারে …

Reliance Bonus Share: ১টা শেয়ার থাকলে আর ১টা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কর্ণধার মুকেশ আম্বানির বোনাস ঘোষণার সাথে সাথেই হৈচৈ পড়লো বাজারে …

Reliance Bonus Share: ভারতের শীর্ষস্থানীয় কর্পোরেট সংস্থাগুলির মধ্যে অন্যতম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির শেয়ারহোল্ডারদের মুখে হাসি ফোটালো। ১:১ হারে বোনাস দেওয়ার কথা ঘোষণা করলো সংস্থা। বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে এই সংক্রান্ত খবর নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে তা সত্যি হলো। সংস্থার ঘোষণা অনুযায়ী একজন শেয়ারহোল্ডার সংশ্লিষ্ট কোম্পানির যতগুলি শেয়ার হোল্ড করবে তার সমপরিমান শেয়ার তাঁকে বিনামূল্যে প্রদান করা হবে অর্থাৎ শেয়ার শরিকরা দ্বিগুণ পরিমাণ শেয়ার পাওয়ার অধিকারী হবেন। যদিও রেকর্ড ডেট ( যে তারিখ পর্যন্ত কোম্পানির খাতায় শেয়ারগুলি তালিকাভুক্ত থাকবে তারাই বোনাস পাওয়ার অধিকারী হবে। উক্ত তারিখের পর কোম্পানির শেয়ার ক্রয় করলেও বোনাস প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হবে) সম্পর্কে সংস্থার তরফে এখনো কিছু খোলসা করা হয়নি। আলাদাভাবে শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে কোম্পানি মারফত খবর।

পাশাপাশি, নির্ধারিত শেয়ার ক্যাপিটাল ১৫,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ কোটি টাকা অনুমোদন করার কথা ঘোষণা করেছে সংস্থা । পরিসংখ্যান অনুযায়ী এই নিয়ে পঞ্চম বারের জন্য বোনাস শেয়ার (Reliance Bonus Share) দেওয়ার কথা ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর আগে ২০১৭ সালে বোনাস শেয়ার ইস্যু করেছিল সংস্থা। তারও পূর্বে যথাক্রমে ১৯৮৩, ১৯৯৭ ও ২০০৯ সালে বোনাস শেয়ারের ঘোষণা হয়েছিল সংস্থার তরফে। প্রসঙ্গত, এদিন বাজার বন্ধের সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর শেয়ার প্রতি দাম ছিল ২৯৯১ টাকা। যেখানে এক বছর পূর্বে এই সময় সংস্থার শেয়ার ২২০০ টাকা দরে কেনাবেচা চলছিল। অর্থাৎ হিসাব অনুযায়ী গত এক বছরে প্রায় ৩৪ শতাংশ রিটার্ন প্রাপ্ত হয়েছে বিনিয়োগকারীরা। পরিসংখ্যান অনুযায়ী, গতবছর একই সময়ে রিটার্নের হার ছিল ২৩ শতাংশের কাছাকাছি।

উল্লেখ্য, খুব সম্প্রতি অনুষ্ঠিত হল সংস্থার ৪৭তম সাধারণ বাৎসরিক সভা। উক্ত সভায়, উপস্থিত শেয়ারহোল্ডারদের (Reliance Bonus Share) মাঝে কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানি সংস্থার ভবিষ্যৎ সম্পর্কে তাঁর মূল্যবান চিন্তা ভাবনা ব্যক্ত করেন। আগামী বিশ্ব প্রযুক্তির দুনিয়া হতে চলেছে… বর্তমানে সবকিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর… প্রযুক্তির ইতিবাচক দিকগুলির সুসংহত প্রয়োগ আগামী দিনে শিল্পের শ্রীবৃদ্ধি ঘটাবে বলে তিনি আশা করেন। সংস্থার বর্তমান পরিকাঠামোর খোলনলচে বদল ঘটিয়ে একটি অত্যাধুনিক হাইটেক প্রতিষ্ঠান গড়ে তোলার কথা সভায় উপস্থিত শ্রোতাদের মধ্যে তিনি ভাগ করে নেন। সংস্থার পরিমার্জন ও পরিবর্ধন ঘটাতে প্রয়োজনীয় অর্থসংস্থান করার কথাও ঘোষণা করেন চেয়ারম্যান মুকেশ আম্বানি।

রোবটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স(AI), ইন্টারনেট অফ থিংস (IoT), মেশিন লার্নিং ইত্যাদি ক্ষেত্রগুলিতে বিনিয়োগের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম হাব গড়ে তোলা হবে বলে তিনি জানান। পাশাপাশি তাঁর সংযোজন “গ্রীন এনার্জি ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। প্রায় ৭৫ হাজার কোটি টাকা ব্যয়ে এক ছাতার তলায় একটি বিশ্বমানের সর্ববৃহৎ অত্যাধুনিক মডিউলার ইকোসিস্টেম গড়ে তোলা হবে।” এবিষয়ে নামকরণও চূড়ান্ত হয়েছে যথা- ‘ধীরুভাই আম্বানি গ্রীন এনার্জি গিগা মেনুফ্যাকচারিং কমপ্লেক্স’। বর্তমান সময়ে প্রযুক্তির এই ক্রমবর্ধমান পরিবর্তন অদূর ভবিষ্যতে সংস্থার দ্রুত বৃদ্ধি ও পুনর্মূল্যায়ন ঘটাতে সহায়তা করবে বলে তিনি উপস্থিত শেয়ারহোল্ডারদের কাছে আশাব্যঞ্জন করেন।

Leave a Reply