Orient Technologies IPO : আইপিও আসার সাথে সাথেই ক্রেতামহলে বিপুল কেনার হিড়িক। লিস্টিং শেষে ব্যাপক দাম চড়ার সম্ভাবনা।

সংশ্লিষ্ট আইপিওতে (Orient Technologies IPO) সাবস্ক্রাইব করতে হলে একাধিক শেয়ার একত্রে লটের আকারে আবেদন করতে হবে। সূত্র অনুযায়ী, এক্ষেত্রে ন্যূনতম লট সাইজ ধার্য করা হয়েছে ৭২ , সেহেতু উক্ত প্রাইসব্যান্ডে লট পিছু আবেদন মূল্য গিয়ে দাঁড়ায় ১৪,৮৩২ টাকা। একজন খুচরো বিনিয়োগকারী সর্বাধিক ১৩টি লট ক্রয় করার জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আবেদনকারীকে আবেদন মূল্য বাবদ ১,৯২,৮১৬ টাকা মূল্যের অর্থরাশি প্রস্তুত রাখতে হবে...

Continue ReadingOrient Technologies IPO : আইপিও আসার সাথে সাথেই ক্রেতামহলে বিপুল কেনার হিড়িক। লিস্টিং শেষে ব্যাপক দাম চড়ার সম্ভাবনা।