Saraswati Saree Depot IPO: অবিশ্বাস্য! মাত্র তৃতীয় দিনের মাথায় বুকিং ছাড়ালো ৪৭ গুণ। গ্রে মার্কেটে দাম কত ?.. জেনে নিন বিশদে
প্রাথমিক পর্যায়ে সংস্থাটির প্রায় ৬৫ লাখ শেয়ার আইপিও (Saraswati Saree Depot IPO) আকারে বাজারে ছাড়া হয়েছে। তার মধ্যে ৩০ লাখ শেয়ার অফার প্রাইসে বিক্রি করা হবে বলে সংস্থা সূত্রে খবর। প্রতিটি শেয়ার পিছু আইপিওর দাম বাঁধা হয়েছে ১৫২ থেকে ১৬২ টাকার মধ্যে। আগ্রহী গ্রাহকরা উল্লেখিত প্রাইস ব্যান্ডে এক লপ্তে ৯০ টি অথবা তার গুণিতকের হারে শেয়ার কেনার জন্য বিড করতে পারবে...