স্বাধীনতার মরশুমে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণার্থে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে RBL Bank সর্বসাধারনের জন্য নিয়ে এল একটি বাম্পার আমানত প্রকল্প। স্বাধীন হবার মুক্তির উল্লাস বা বিজয় উল্লাসের প্রসঙ্গে প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘বিজয় ফিক্সট ডিপোজিট'(Vijay Fixed Deposit)। যদিও, এটি একটি সীমিত সময়ের অফার। আর মাত্র কয়েকদিন পরেই নয়া এই প্রকল্পটিকে বিনিয়োগের দরজা বন্ধ করে দেওয়া হবে। কিভাবে বিনিয়োগ করা যাবে স্থায়ী আমানত প্রকল্পটিতে ? শর্তাবলী কি কি রয়েছে ! চলুন বিশদে জেনে নেওয়া যায়…
Best Fixed Deposit Scheme:
অতিমারীর প্রাক্কালে যাতে করে সাধারণ মানুষ ‘পার্সোনাল ব্যাঙ্কিং’ এর পাশাপাশি ব্যাংকের অন্যান্য কাজগুলি বাড়িতে বসে করতে পারে সেই লক্ষ্যে সরকারি বেসরকারিসহ প্রায় প্রতিটি ব্যাঙ্কিং সংস্থা তাদের নিজস্ব মোবাইল অ্যাপস নিয়ে হাজির হয়েছে।অন্যান্য ব্যাংকের পাশাপাশি আরবিএল ব্যাঙ্কও গ্রাহকদের সুবিধার্থে ইতিমধ্যেই চালু করেছে ‘MoBank’ অ্যাপস। সংশ্লিষ্ট অ্যাপ মারফৎ আগ্রহী উপভোক্তারা নয়া প্রকল্পটিতে (Vijay Fixed Deposit) নাম নথিভুক্ত করতে পারে। অন্যথায় আরবিএল ব্যাংকের নির্দিষ্ট শাখা অফিসে গিয়েও প্রকল্পটির সুবিধা গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রাহকের প্রমাণস্বরূপ পাসবই সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সহযোগে প্রকল্পটিতে নাম তালিকাভুক্তিকরনের জন্য আবেদন করতে হবে।
উল্লেখ্য, স্থায়ী আমানত প্রকল্পটিতে (Vijay Fixed Deposit) বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে সুদের হারও বিভিন্ন রকম ধার্য করা হয়েছে। ৫০০ দিনের মেয়াদী প্রকল্পে সুদের হার সর্বাধিক। একই মেয়াদে ‘সুপার সিনিয়র সিটিজেন’ বিভাগে (যে সমস্ত ব্যক্তির বয়স ৮০ অথবা তার বেশি) সংশ্লিষ্ট স্থায়ী আমানত প্রকল্পটিতে সর্বোচ্চ বাৎসরিক ৮.৮৫ % সুদ প্রদান করা হবে। একইভাবে, প্রকল্পটিতে ‘সিনিয়র সিটিজেন’ ক্যাটেগরীর অধীনস্ত গ্রাহকরা সর্বোচ্চ সুদ হিসাবে পাবে বাৎসরিক ৮.৬০ শতাংশ টাকা। অন্যদিকে বাকি সাধারণ নাগরিক পর্যায়ভুক্ত গ্রাহকরা বাৎসরিক ৮.১শতাংশ হারে সুদের টাকা ভোগ করবে। এখানে, জানিয়ে রাখা ভালো স্থায়ী আমানতের উপর উল্লিখিত সুদের হারগুলি তখনই প্রযোজ্য হবে যদি বিনিয়োগের পরিমাণ ৩ কোটি টাকার নিম্নে হয়। এর উপরে হলে বিজ্ঞপ্তি মাফিক উল্লিখিত নির্দিষ্ট সুদের হার বিবেচ্য হবে।
আপদকালীন পরিস্থিতিতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার আগেই প্রকল্পটি (Vijay Fixed Deposit) থেকে অর্থ ভাঙালে সংশ্লিষ্ট মেয়াদের উপর নিয়মমাফিক হারে সুদের হিসাব বলবৎ থাকবে। পাশাপাশি ১ শতাংশ হারে পেনাল্টি চার্জ কেটে নেওয়া হবে। যদিও বর্ষীয়ান নাগরিকদের ক্ষেত্রে ‘প্রিম্যাচিউর উইথড্রল’ এর উপর পেনাল্টি চার্জ মুকুব করা হয়েছে। প্রকল্প বন্টনের সাত দিনের মধ্যে বিনিয়োগকৃত অর্থরাশি তুলে নিলে কোনরূপ সুদ প্রদান করা হবে না। পরবর্তী পর্যায়ে মেয়াদভিত্তিক হারে গ্রাহকদের সুদেআসলে অর্থ ফিরিয়ে দেওয়া হবে ।
সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের উপর বাৎসরিক সুদের হার নিম্নরূপ-
৭ থেকে ১৪ দিন পর্যন্ত —- ৩.৫০ শতাংশ
১৫ থেকে ৪৫ দিন পর্যন্ত—– ৪ শতাংশ
৪৬ থেকে ৯০ দিন পর্যন্ত—- ৪.৫ শতাংশ
৯১ থেকে ১৮০ দিন পর্যন্ত—- ৪.৭৫ শতাংশ
১৮১ থেকে ২৪০ দিন পর্যন্ত—- ৫.৫০ শতাংশ
২৪১ দিন থেকে ৩৬৪ দিন পর্যন্ত—- ৬.০৫ শতাংশ
৩৬৫ থেকে ৪৫২ দিন পর্যন্ত— ৭.৫ শতাংশ
৪৫৩ দিন থেকে ৪৯৯ দিন পর্যন্ত— ৭.৮ শতাংশ
৫০০ দিন——- সর্বোচ্চ ৮.১ শতাংশ
Vijay Fixed Deposit:
প্রসঙ্গত, ‘সিনিয়র সিটিজেন’ ও ‘সুপার সিনিয়ার সিটিজেন’ ক্যাটেগরির আওতাধীন গ্রাহকরা যথাক্রমে উল্লিখিত সুদের উপর ০.৫০ শতাংশ ও ০.৭৫ শতাংশ হারে বেশি সুদ অর্জন করবেন। তাই ভবিষ্যৎ সঞ্চয়ের কথা ভেবে ঝুঁকিহীন সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্রে হিসাবে RBL Bank এর ‘ বিজয় ফিক্সড ডিপোজিট ‘ স্কিমটিতে নাম লেখানো যেতেই পারে। পরিশেষে, প্রকল্পটির বিষয়ে আরো তথ্য সহ অন্যান্য শর্তাবলী জানার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।